
সাত ফোড়ন পত্রিকা
সাতে ও আছে, সাথে ও আছে
" বেকারত্ব "
দ্বিতীয় বর্ষ একাদশ সংখ্যা | ১লা মে ২০২২ | সম্পূর্ণ রঙিন ই-পত্রিকা
নমস্কার সুধীগণ,
২০০২-০৩ এবং ২০০৫-০৬ সালের বাংলাদেশের শ্রমশক্তি ও জরিপ অনুযায়ী দেশের মোট বেসামরিক শ্রমশক্তি ছিল যথাক্রমে ৫৬.৩ ও ৪৯.৫ মিলিয়ন যার মধ্যে ৩৬.০ ও ৩৭.৪ মিলিয়ন ছিল পুরুষ এবং ১০.৩ ও ১২.১ মিলিয়ন ছিল মহিলা। কিন্তু কর্মজীবী শক্তি বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৪৪.৩ ও ৫৭.৪ মিলিয়ন যার মধ্যে ৩৪.৫ ও ৩৬.১ মিলিয়ন ছিল পুরুষ এবং ৯.৮ ও ১১.৩ মিলিয়ন ছিল মহিলা। ফলে বেকার জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ২.০ ও ২.১ মিলিয়ন যার মধ্যে যথাক্রমে ১.৫ ও ১.২ মিলিয়ন ছিল পুরুষ এবং ০.৫ ও ০.৯ মিলিয়ন ছিল মহিলা। দেশে কর্মজীবী শক্তির চেয়ে শ্রমশক্তির বেশি বৃদ্ধির কারণে বেকার সংখ্যার পরিমাণ বেড়েই চলেছে।
সাত ফোড়ন পত্রিকার মে সংখ্যা প্রধানত বেকারত্ব ও চাকরির অভাব নিয়ে আপনাদের সামনে নিবেদন করা হচ্ছে। এছারাও আছে গল্প, কবিতা, প্রবন্ধ, নতুন রান্নার রেসিপি ও খেলার খবর।
আশা করি সমগ্র পত্রিকাটি পড়ে আপনাদের ভালো লাগবে এবং উপভোগ করবেন। ভবিষ্যতে এমনই উপভোগ্য বিষয় পরিবেশন করতে থাকবো, আমাদের এই সাত ফোড়ণ পত্রিকায়।