
আমাদের ঈশ্বর

বিধবা পেলো নবজীবন, নারী পেলো ভাষা,
দিয়েছ তুমি চলার পথে শত সহস্র আশা!
বন্ধুর পথে হীরে মানিক ছড়িয়ে তুমি দিলে,
সেসব নিয়ে আজও নারী স্বমহিমায় চলে,
বাল্য বিবাহ, নারী শিক্ষার ছিল যত অসম্মতি
ঘুচিয়ে দিলে তুমি সমাজের সব ব্যাধি!
জীবন পথে উঠল জ্বলে আলোর শত মালা,
নারী জীবন পূর্ণ হল,ভরলো শূন্য থালা ,
বঙ্গ মায়ের রত্ন তুমি ,আমাদের গৌরব,
তোমার থেকে আজও আসে অপার স্নিগ্ধ সৌরভ!
যা কিছুই লিখি, দেখি আজ আকাশ, সমুদ্র, পর্বত,
স্বাধীনতা,শিক্ষা,বর্ণমালা তোমারই দেখান পথ!
নবজাগরণের দূত তুমি ,তুমিই দয়ার সাগর,
বীরসিংহের সিংহ তুমি,প্রণাম বিদ্যাসাগর!