
বিভূতি কথা
শান্তা সাহা

তখন সবে সকাল আম কুড়োনোর বেলা,
লেবুর পাতায় করমচা বৃষ্টি করে খেলা !
মেঠো পথে মেঘলা দিন রোদ্দুর আনে বাঁক,
সেই যে প্রথম রেল গাড়ি বিস্ময় হতবাক !
চেনা পথের পাঁচালী জীবনের চেনা ব্যথা ,
পাতায় পাতায় ফাঁক ফোকরে অসীম রূপকথা !
ছড়িয়ে কত মণি মুক্তো হাতছানি দেয় পাহাড়,
বিধু মাষ্টার বিচিত্র জগত বিপিনের সংসার!
পেরিয়ে আসা কত পথ কৈশোর প্রয়াত ,
জীবন তবুও আঙুল বোলায় আমি অপরাজিত !
যাত্রা পথ উপল খন্ড সাথে নানান ভুল ,
অলিগলির বাঁধা বাঁকে ফোটে মৌরি ফুল !
গৌরীকুঞ্জে পরে থাকে অপূর্ণ মনের খেদ ,
কলম তবু মুগ্ধ আখর অশনি সংকেত !
বন পাহাড়ের অরণ্যানী হিরে মানিক জ্বলে ,
হঠাৎই মন পৌঁছে যায় আদর্শ হিন্দু হোটেলে!
যাত্রাবদল করে আজও কিশোর বেলায় হাঁটি,
তোমার কলম চিনিয়েছিল নিশ্চিন্দিপুরের মাটি !
জীবন শুরু এমন দিনে মৃত্যু ঘাটশিলা ,
সুবর্ণ রেখার পারে সাঙ্গ জীবন লীলা !
ভস্ম ভূষিত অঙ্গ তোমার পঞ্চ ঘাটে পর্ব ,
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুমি বাঙালির গর্ব !!