
Happy Friendship Day
বন্ধুর পথ
শান্তা সাহা
জীবনের বন্ধুর পথে বন্ধু চাই আগে ,
হাসিকান্নার সকাল সাঁঝে রাগে অনুরাগে !
আমার তেমন বন্ধু আছে আছে অনেক ধরন,
গলুমলু কেউ বা কেউ প্যাকলা গড়ন!
একজনের হাসিতে তো বিশ্বভুবন মাত !
কত বন্ধু হয়েছেন তাতেই কুপোকাত !
কেউ আবার মিষ্টি ভারী মিষ্টি মুখের ভাষা,
শুনলে পরে জুড়ায় মন কানেও লাগে খাসা !
যেমন তারা হোক না কেন হোক তারা বিদঘুটে ,
লোকে তাদের বলুক না কেন হিংসুটে ঝগড়ুটে!
আমার কাছে ওরাই সব আধাঁর দিনের আলো ,
সাথে আছে বলেই ওরা চলছে মন্দে ভালো !
মনের কথা মনে রেখে বলি না ওদের কাছে ,
সুখ দুঃখ ভাগ করে নিই যেমন আমার আছে !
দুষ্টু হোক মিষ্টি হোক হোক না কেউ কালো ,
মনের মাঝে ওরাই আমার বিশ্বজোড়া আলো !
ওদের জন্য আজ আমার মন কেমন ভারী ,
কতদিন হয় না দেখা আছি যে যার বাড়ি !
তারই মাঝে মুঠো ফোনে চলছে খবরাখবর ,
মন তবুও ভরছে নাতো যতই করি বকরবকর!
ভাল থাকুক ওরা সবাই মিলবো তো একদিন ,
বন্ধুর পথ সুন্দর হোক ,হোক প্রতিদিন !!
